রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

যশোরে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন, ২০২৫ ০৭:৩৪

শেয়ার

যশোরে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

যশোরে করোনায় আক্রান্ত হয়ে সাবিলা খাতুন (৫৫) নামের এক নারী মারা গেছেন। শুক্রবার (২০ জুন) বিকেলে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নিয়ে যশোরে দীর্ঘদিন পর করোনায় তিনজনের মৃত্যু হলো।

মারা যাওয়া সাবিলা খাতুন সাতক্ষীরার কলারোয়া পৌরসভার গদখালি এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাবিলা খাতুন গত ১২ জুন করোনায় আক্রান্ত হলে যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার বিকেল ৩টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে ও অক্সিজেন লেভেল দ্রুত হ্রাস পায়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আ ন ম বজলুর রশিদ টুলু বলেন, রোগীর শ্বাসকষ্টজনিত জটিলতা ও আগে থেকেই কিছু শারীরিক সমস্যা ছিল। যা করোনা সংক্রমণের ফলে আরও জটিল আকার ধারণ করে। মরদেহটি স্বাস্থ্যবিধি মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে শেখ আমির হোসেন (৬৮) নামে বাঘারপাড়া উপজেলার এক বাসিন্দা মারা যান। একই দিন রাত সাড়ে ১২টার দিকে মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের ইউসুফ আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়।



banner close
banner close