রবিবার

১৮ মে, ২০২৫
৪ জ্যৈষ্ঠ, ১৪৩২
২০ জিলক্বদ, ১৪৪৬

দ্বিতীয় মাইগ্রেশনে বিডিএসে ভর্তির সুযোগ ৪১ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে, ২০২৫ ১২:১৪

শেয়ার

দ্বিতীয় মাইগ্রেশনে বিডিএসে ভর্তির সুযোগ ৪১ শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

সরকারি ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) কোর্সে দ্বিতীয় দফার মাইগ্রেশনের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। মাইগ্রেশনের ফলে পূর্বে ভর্তিকৃত কিছু শিক্ষার্থী তাদের কলেজ পরিবর্তনের সুযোগ পাওয়ায়, সৃষ্ট শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে আরও ৪১ জন শিক্ষার্থীকে নতুন করে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের চিকিৎসা শিক্ষা শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিএস কোর্সে দ্বিতীয় দফায় মাইগ্রেশনের পর শূন্য হওয়া আসনে মেধা তালিকা ও শিক্ষার্থীদের পছন্দের ভিত্তিতে মোট ৪১ জনকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৮ মে থেকে ২৬ মে’র মধ্যে নির্বাচিত কলেজে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, যারা মাইগ্রেশনের মাধ্যমে নতুন কলেজে স্থানান্তরিত হয়েছেন বা অপেক্ষমাণ তালিকা থেকে মনোনীত হয়েছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হলে তাদের উভয় প্রতিষ্ঠানে ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। অর্থাৎ, তারা কোনো ডেন্টাল কলেজেই আর শিক্ষার্থী হিসেবে গণ্য হবেন না।

ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষের নেতৃত্বে গঠিত স্থানীয় ভর্তি কমিটি এবং মেডিকেল বোর্ড মনোনীত শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন করবে। একই সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পূর্বে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্য সব শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

 

banner close
banner close