রবিবার

১৮ মে, ২০২৫
৩ জ্যৈষ্ঠ, ১৪৩২
২০ জিলক্বদ, ১৪৪৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৫ ২০:৩০

শেয়ার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু
প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৭৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৪০, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, ঢাকা বিভাগে ছয়জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নয়জন, খুলনা বিভাগে ছয়জন, সিলেট বিভাগে একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৭০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট তিন হাজার ৬৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

banner close
banner close