
চোখের চিকিৎসায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে দুইজন চিকিৎসক পেয়েছেন স্বর্ণপদক, আরও ছয়জন বিভিন্ন ক্যাটাগরিতে পেয়েছেন সম্মানজনক পদক। একইসঙ্গে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন নয়জন বরেণ্য চক্ষু বিশেষজ্ঞ।
মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি, ওএসবি আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনে এ পদক ও সম্মাননা দেয়া হয়। সম্মাননা পদক তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
জানা গেছে, চোখের চিকিৎসায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে সম্মেলনে দুই চিকিৎসককে স্বর্ণপদকসহ মোট আটটি পদক দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।
সমিতির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অভ্যর্থনা উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন সাংগঠনিক উপ-কমিটির চেয়ারম্যান ডা. মো. তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওএসবির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. জিন্নুরাইন (নিউটন)।
আরও পড়ুন: