
রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি সেগমেন্টাল পাস, ক্যারিঅন চালু, পরীক্ষা ও ভর্তি ফি কমানো, পরীক্ষা পদ্ধতির সংস্কারসহ সাত দফার প্রতি একাত্মতা জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম, এনডিএফ। এসব দাবি পূরণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিএমইউ-এর উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংগঠনটির বিএমইউ শাখার নেতারা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এনডিএফ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডা. আতিয়ার রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের সাত দফা যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানান এবং দ্রুত বাস্তবায়নের দাবি তোলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশ্বস্ত করেন, ‘আগামী একাডেমিক কাউন্সিলের বৈঠকে এসব প্রস্তাবনা উপস্থাপন করা হবে এবং যৌক্তিক বিষয়গুলো বাস্তবায়নে প্রশাসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।’
আরও পড়ুন: