
সেগমেন্টাল পাস ও ক্যারিঅন পদ্ধতি চালুসহ পোস্টগ্রাজুয়েট কোর্সে সাত দফা সংস্কার দাবিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মেডিকেল কমিউনিটি (বিএমসি)।।
রোববার বিশ্ববিদ্যালয়ে গিয়ে সংগঠনটির নেতা-কর্মীরা এই দাবিনামা তুলে ধরেন। একই দাবিতে দেশের বিভিন্ন বিভাগেও স্মারকলিপি বিতরণ করা হয়।
বাংলাদেশ মেডিকেল কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, মেডিকেল পোস্টগ্রাজুয়েট শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের অনিয়ম, বৈষম্য ও দুর্বলতা দূর করতে সাত দফা দাবির ভিত্তিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
তাদের দাবি অনুযায়ী, বর্তমান চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি ট্রেনিং, পরীক্ষা পদ্ধতি, ভর্তি ফি, আবাসন সুবিধা, থিসিস গ্রান্ট, ক্যারিঅন পদ্ধতি এবং ডিপ্লোমা ডিগ্রির নামসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার প্রয়োজন।
বিএমসি নেতারা জানিয়েছেন, সেগমেন্টাল পাশসহ বেশিরভাগ দাবির বিষয়ে শিক্ষকরা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তারা দ্রুত প্রস্তাব বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখতে চান।
আরও পড়ুন: