শুক্রবার

৩০ জানুয়ারি, ২০২৬ ১৭ মাঘ, ১৪৩২

কুমিল্লায় প্রতারণা মামলায় যুবলীগ নেতা ইমরান আটক

কুমিল্লা, প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬ ১১:৫৭

শেয়ার

কুমিল্লায় প্রতারণা মামলায় যুবলীগ নেতা ইমরান আটক
ছবি: সংগৃহীত

৪০ লাখ টাকার প্রতারণা মামলায় কুমিল্লায় শাহ ইমরান মজুমদার নামে এক যুবলীগ নেতাকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৈয়ব উদ্দিন এই রায় দেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাদী পক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত শাহ ইমরান মজুমদার জেলার লালমাই উপজেলার বড় ধর্মপুর গ্রামের মৃত আব্দুল ছোবহানের ছেলে। তিনি লালমাই উপজেলা যুবলীগের সদস্য।

এডভোকেট মো. আনোয়ার স্বপন বলেন, যুবলীগ নেতা শাহ ইমরান মজুমদার ব্যাংক লোনে কথা বলে ২০১৪ সালে সৌদি প্রবাসী শাহ জাহান মজুমদারের স্ত্রী রোকেয়া মজুমদারের কাছ থেকে কৌশলে একটি সাদা চেক নিয়ে যান। এরপর তিনি ওই চেকে ৪০ লাখ টাকার অংক বসিয়ে স্বাক্ষর জালিয়তি করে ২০২৪ সালে চেকটি ডিজঅনার করান।

বিষয়টি জানার পর প্রবাসীর স্ত্রী রোকেয়া মজুমদার ২০২৪ সালের ২৬ সেপ্টম্বর কুমিল্লার আদালতে প্রতারক যুবলীগ নেতা শাহ ইমরান মজুমদারের বিরুদ্ধে মামালা দায়ের করেন। আদালত মামলাটি দীর্ঘ তদন্ত শেষে ৫ ব্যক্তির সাক্ষ্য গ্রহণ শেষে দোষি প্রমানিত হওয়ায় শাহ্ ইমরান মজুমদারকে ১৮ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক তৈয়ব উদ্দিন।



banner close
banner close