শুক্রবার

৩০ জানুয়ারি, ২০২৬ ১৭ মাঘ, ১৪৩২

কুমিল্লা-৯ আসনে ধানের শীষকে সমর্থন জানিয়ে স্বতন্ত্রের প্রার্থীতা প্রত্যাহার

কুমিল্লা, প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬ ১১:৪৯

শেয়ার

কুমিল্লা-৯ আসনে ধানের শীষকে সমর্থন জানিয়ে স্বতন্ত্রের  প্রার্থীতা প্রত্যাহার
ছবি: বাংলা এডিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলার ৬টি সংসদীয় আসনের দলীয় সমন্বয়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিনের উদ্যোগে রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হলো কুমিল্লায়।

বিএনপির বৃহত্তর স্বার্থে এবং দলীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যের কথা জানিয়ে এ আসনের স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল কালামকে সমর্থন জানিয়ে তার পক্ষে মাঠে কাজ করার অঙ্গীকার করেছেন।

বৃহস্পতিবার রাতে কুমিল্লা নগরীর স্থানীয় হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা জানান সামিরা আজিম দোলা। সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন ছয়টি সংসদীয় আসনের নির্বাচনী সমন্বয়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, সামিরা আজিম দোলা আমাদেরই মেয়ে এবং একজন সাবেক সংসদ সদস্যের কন্যা।

তিনি শুরুতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে ছিলেন। তবে বিএনপির বৃহত্তর স্বার্থ, দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে লাকসাম মনোহরগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী আবুল কালামকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হাজী ইয়াছিন এ সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, প্রথম লক্ষ্য হলো দলকে ক্ষমতায় আনা। সত্যিকার অর্থে দেশকে এগিয়ে নিতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। সেই চিন্তা থেকেই তিনি নিজেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং একই সিদ্ধান্তে আজ দোলাও একাত্ম হয়েছেন।

নিজের বক্তব্যে কর্নেল আজিম কণ্যা সামিরা আজিম দোলা বলেন, আজ আমি আমার সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা সবাই একসাথে দলের বৃহত্তর স্বার্থে এবং দেশের জন্য ধানের শীষের পক্ষে কাজ করেন। হাজী ইয়াছিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল, হাজী ইয়াছিন কাকার উদ্যোগে যা আজ দূর হয়েছে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আমি ও আমার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবো। আমি সবার দোয়া কামনা করি।

এ সময় ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল কালাম লাকসামবাসীকে এমন একটি বিরল ও ঐক্যবদ্ধ মুহূর্ত উপহার দেয়ার জন্য চেয়ারম্যানের হাজী ইয়াছিনকে আন্তরিক ধন্যবাদ

জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দোলা আজিম, রশিদ আল হোসাইনি, সাংবাদিক শফিকুর রহমান ও সাবেক সচিব জাহাঙ্গীরসহ অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন, যা একটি বড় রাজনৈতিক দলের ক্ষেত্রে স্বাভাবিক। প্রতীক বরাদ্দের আগে কয়েকজন তার সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও সামিরা আজিম দোলা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছেন, যা তার নৈতিক অধিকার। শেষ পর্যন্ত দল ও দেশের স্বার্থে দোলা তাদের সঙ্গে যুক্ত হওয়ায় তিনি তাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময়, সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনোহরগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান দোলন। সংবাদ সম্মেলনে লাকসাম-মনোহরগঞ্জ এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



banner close
banner close