বৃহস্পতিবার

২৯ জানুয়ারি, ২০২৬ ১৬ মাঘ, ১৪৩২

সুনামগঞ্জ-২: শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুর

সুনামগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬ ২২:২৬

শেয়ার

সুনামগঞ্জ-২: শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুর
ছবি: বাংলা এডিশন

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের প্রচার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার তাড়ল ইউনিয়নের কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচারণায় তাড়ল ইউনিয়নের ধল বাজারে যায় শিশির মনিরের প্রচার গাড়ি। সেখানে প্রচার শেষ করে রাতে দিরাই ফেরার পথে কাদিরপুর গ্রামে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে প্রচার গাড়িকে উদ্দেশ্য করে ঢিল ছুড়ে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।

এ ঘটনায় একজন আহত হয়ে বর্তমানে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন ওসি এনামুল হক চৌধুরী।

এ বিষয়ে দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, ‘হামলার ঘটনায় একজন আহত হয়েছেন কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’



banner close
banner close