বৃহস্পতিবার

২৯ জানুয়ারি, ২০২৬ ১৬ মাঘ, ১৪৩২

কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬ ১৯:২৯

আপডেট: ২৯ জানুয়ারি, ২০২৬ ১৯:৩০

শেয়ার

কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিম্নমানের ইট ব্যবহার করে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সফিকুল ইসলাম-এর বিরুদ্ধে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শিবগঞ্জ উপজেলার তত্ত্বাবধানে শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর–হামিদনগর আঞ্চলিক সড়কে পিচ-কার্পেটিং কাজ চলাকালে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, চলমান সড়ক নির্মাণকাজে উন্নতমানের (১ নম্বর) ইট ব্যবহারের কথা থাকলেও সেখানে নিম্নমানের (২ ও ৩ নম্বর) ইটও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, চুক্তির শর্ত অনুযায়ী মানসম্মত ইট ব্যবহার না করলে নির্মিত সড়ক দীর্ঘদিন টেকসই হবে না।

অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. ওয়হাবুল ইসলাম বলেন, তিনি কোনোভাবেই নিম্নমানের ইট ব্যবহার করছেন না। তার দাবি, পুরো কাজই উন্নতমানের (১ নম্বর) ইট দিয়ে সম্পন্ন করা হচ্ছে।

তবে এলাকাবাসী জানান, জনগণের কষ্টার্জিত অর্থে নির্মিত এ গুরুত্বপূর্ণ সড়কটি নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণ করা হলে অল্পদিনেই ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা বলেন, সঠিক মান বজায় রেখে টেকসই উপকরণ দিয়ে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন।

এলজিইডি সূত্রে জানা গেছে, প্রায় ১ কোটি ৪ লাখ ২২ হাজার ৬২১ টাকা ব্যয়ে এক কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সফিকুল ইসলাম।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ তদন্ত করে দেখা হবে এবং সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশি ক আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close