কুমিল্লা চৌদ্দগ্রাম,লাকসাম ও টাউন হল ময়দানে ৩০,৩১ জানুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামী'র আমীর ডা.শফিকুর রহমানের আগমন উপলক্ষে গণমিছিল বের করেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
বৃহস্পতিবার বিকেল ৫টায় গণমিছিলটি কুমিল্লা নগরীর কান্দিরপাড়সহ বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে রাজগন্জ এলাকা এসে সমাপ্তি হয়।
আমীরে জামায়াতের আগমন উপলক্ষে গণমিছিলটির নেতৃত্ব দেন-কুমিল্লায় আমীরে জামায়াত আগামন উপলক্ষে গণমিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী আমীর ও কুমিল্লা -৬ আসনের ১১দলীয় জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
স্বাগত মিছিলে অংশ গ্রহন করেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু মাহবুবর রহমান, সহকারি সেক্রেটারী যথাক্রেম কামারুজ্জামান সোহেল,কাউন্সিল মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি হাসান আহম্মেদ, মহানগর জামায়াত নেতা মোহাম্মদ হোসাইন,অধ্যাপক জাকির হোসেন, এজিএস শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামী শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমীর ডা.শফিকুর রহমান বিকাল ৪টায় লাকসাম পৌর এলাকায়, সন্ধ্যা ৭টায় কুমিল্লা টাউনহল মাঠ ও ৩১জানুয়ারী সকাল ১০টায় কুমিল্লা চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
আরও পড়ুন:








