বৃহস্পতিবার

২৯ জানুয়ারি, ২০২৬ ১৬ মাঘ, ১৪৩২

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬ ১৮:৩৬

আপডেট: ২৯ জানুয়ারি, ২০২৬ ১৮:৩৬

শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী বহিষ্কার
ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের ‘প্রাথমিকভাবে’ মনোনীত কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের প্রার্থী মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংগঠনের গঠনতন্ত্রের ৩০ ধারা অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদের নির্দেশে তা কে প্রাথমিক সদস্যপদসহ তার ওপর অর্পিত যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

তথ্য নিশ্চিত করেছেন মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ।

তিনি বলেন, মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের কোনো পর্যায়ের নেতা-কর্মীকে নির্বাচন সংক্রান্ত বা সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

জুনাইদ আরও জানান, কিশোরগঞ্জ–৪ (অষ্টগ্রাম–ইটনা–মিঠামইন) আসনে বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিসের স্বীকৃত কোনো প্রার্থী নেই। ‘১০ দলীয় নির্বাচনি ঐক্য’-এর পারস্পরিক সমঝোতা অনুযায়ী আসনটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য নির্ধারিত রয়েছে।



banner close
banner close