বৃহস্পতিবার

২৯ জানুয়ারি, ২০২৬ ১৬ মাঘ, ১৪৩২

টাঙ্গাইল-২: জামায়াতের কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬ ১২:২৯

শেয়ার

টাঙ্গাইল-২: জামায়াতের কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
ছবি: বাংলা এডিশন

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে বিএনপি নেতাকর্মীরা জামায়াতের কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার ভূঞাপুর উপজেলার অজুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামে উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক রবিউল আলমের নেতৃত্বে কয়েকজন কর্মী নির্বাচনী প্রচারণায় গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে বলে অভিযোগ করেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন- উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, অজুনা ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম খান, গাবসারা ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু হুজাইদা এবং শুরা সদস্য আহম্মদ আলী খান।

আহত রবিউল আলম বলেন, আমরা জামায়াত প্রার্থীর পক্ষে দারিপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপির ২০-৩০ জন নেতাকর্মী আমাদের বাধা দেয়। আমরা বলি, ভোট চাওয়া নাগরিক অধিকার। এ কথা বলার পর তারা আমাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা প্রতিদিনই হামলা ও বাধার শিকার হচ্ছি। বিশেষ করে নারী কর্মীদের বেশি বাধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এব্যাপারে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলুকে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমান জানান, সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। অভিযোগ পেলে আইন অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close