সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার বিকেলে দুর্গানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মরিচা গ্রামে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ কর্মসূচির সময় আনুষ্ঠানিকভাবে এ যোগদান সম্পন্ন হয়।
যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দেন দুর্গানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








