বৃহস্পতিবার

২৯ জানুয়ারি, ২০২৬ ১৬ মাঘ, ১৪৩২

হামলা ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থী সংবাদ সম্মেলন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬ ২০:৪৩

শেয়ার

হামলা ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থী সংবাদ সম্মেলন
ছবি: বাংলা এডিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মওলানা হুমায়ুন কবিরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন সময় তার দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এসবের প্রতিবাদ ও প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে এমপি প্রার্থী মওলানা হুমায়ুন কবির ও উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন- একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ সংক্রান্ত ঘটনায় ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা জামায়াতে ইসলামী’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল আলম। অভিযোগে উল্লেখ করা হয়, ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় কয়েকজন লোক তাদের বাধা দেয়। এসময় অভিযুক্তরা ভোটারদের মাঝে টাকা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ভুক্তভোগীদের মারধর করে গলায় থাকা মাফলার টেনে হিঁচড়ে ফেলে দেয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলার সময় তাদের সঙ্গীদের ওপরও আক্রমণ করা হয় বলে অভিযোগ করা হয়।

মওলানা হুমায়ুন কবির বলেন, নির্বাচনী মাঠে জামায়াতের জনপ্রিয়তা ও গণসমর্থন দেখে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এসব অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তিনি সাধারণ জনগণকে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ভূঞাপুর প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

শেষে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।



banner close
banner close