বৃহস্পতিবার

২৯ জানুয়ারি, ২০২৬ ১৬ মাঘ, ১৪৩২

আমাদের নারী কর্মীদের গায়ে হাত তোলা হলে সারা দেশে আগুন জ্বলবে: মাওলানা মামুনুল হক

হবিগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬ ১৯:০৩

শেয়ার

আমাদের নারী কর্মীদের গায়ে হাত তোলা হলে সারা দেশে আগুন জ্বলবে: মাওলানা মামুনুল হক
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, আমাদের অনেক মা বোনকে নির্বাচনি প্রচারণায় বাঁধা দেওয়া হচ্ছে। সন্ত্রাসী কায়দায় তাদের গায়ে হাত তোলা হচ্ছে। আমাদের নারী কর্মীদের গায়ে হাত আবার তোলা হয় বা তাদের নেকাব নিয়ে টানাটানি করা হলে সারা দেশে যে আগুন জ্বলবে। সেটা নেভানোর শক্তি কারো হবে না।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মামুনুল হক বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি দেওয়াল ঘড়িতে টাইম দেখে শাপলা কলি তুলবেন। তারপর দাঁড়িপাল্লায় মেপে রিকশায় চড়ে বাড়ি আসবেন। আমরা ১১ দল একজোট হয়েছি দেশের মানুষের ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান আপনারা নিজেদেরকে সংখ্যালঘু কেন ভাবেন, আপনারা আমরা সকলেই ভাই ভাই।

বিবিয়ানা ও রশিদপুরের গ্যাস বণ্টন সম্পর্কে তিনি বলেন, সবার আগে হবিগঞ্জের মানুষ এই গ্যাস পাবে। তারপর দেশের অন্যান্য জায়গায় যাবে। আমরা রাসুল (সা.) এর মত ন্যায্য বণ্টন নিশ্চিত করব।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা সহিংসতা চাইনা, আমরা একটি শান্তির বাংলাদেশ চাই। প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সহিংসতা থাকবে না।

সমাবেশে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



banner close
banner close