সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বাজার মল্লিকবাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ইব্রাহিম হোসেন সিরাজীকে জামায়াতের একটি বৈঠকে যাওয়ার অভিযোগে বিনা নোটিশে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে তিনি সংবাদ সম্মেলন করে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে বেলকুচি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি জানান, সোমবার বিকেলে কোনো ধরনের নোটিশ বা কারণ দর্শানো ছাড়াই তাকে মসজিদে আসতে নিষেধ করা হয়। অভিযোগ করা হয়, তিনি জামায়াতের একটি বৈঠকে যাওয়ার পথে ছিলেন। তবে তিনি দাবি করেন, তিনি কোনো অপরাধমূলক বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন।
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, মসজিদ কমিটির জরুরি বৈঠকে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয়। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ও ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. আবু শাহিন মল্লিক তাকে অবহিত করেন বলে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি জানান, একজন ইমাম হিসেবে তার দায়িত্ব মসজিদে নামাজ পরিচালনা, কোরআন শিক্ষা প্রদান এবং ধর্মীয় দায়িত্ব পালন করা। রাজনৈতিক সন্দেহের ভিত্তিতে এ ধরনের সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতা ও পেশাগত মর্যাদার পরিপন্থী বলে তিনি দাবি করেন।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানান। পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে মসজিদের সভাপতি আবু শাহিন মল্লিক জানান, মুসল্লিদের অনাগ্রহের কারণে ওই ইমামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:








