চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মোবারকপুর ইউনিয়নের টিকরী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে একাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার বিকেলে স্থানীয়ভাবে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বিএনপি থেকে আগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে ড. কেরামত আলী ও উপজেলা আমির আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
সভায় বক্তব্যে ড.কেরামত আলী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে আসছে। জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে আদর্শভিত্তিক রাজনীতি করে যাচ্ছে। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণকে সচেতন হতে হবে, যাতে অর্থ বা প্রভাবের মাধ্যমে ভোট প্রভাবিত না হয়। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপি থেকে যোগদানকারী সহবুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল, যারা সুষ্ঠু ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় সক্ষম। তিনি উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন এবং কোনো ধরনের অর্থ বা প্রলোভনের মাধ্যমে ভোট প্রদান থেকে বিরত থাকুন।
অনুষ্ঠানে জানানো হয়, মোবারকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপির যেসব নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন আব্দুস সাত্তার, জীবন চৌধুরী, আব্দুর রাজ্জাক, মো. এলিম, আব্দুল মালেক, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. আব্দুল খালেক, মো. হাবিবুর রহমান, মো. ইয়াসিন আলী, সদরুল ইসলাম, শামসুল হক, সহবুল ইসলাম, আব্দুল হাকিম, আলাউদ্দিন মাহিদুর রহমান, হারুন অর রশিদ, লাইসেন আলী, মনিরুল ইসলাম, আব্দুল হামিদ, দেলোয়ার, জামান আলী ও আব্দুস সালাম।
আরও পড়ুন:








