সোমবার

২৬ জানুয়ারি, ২০২৬ ১৩ মাঘ, ১৪৩২

পূবাইলে ট্রেনে কাটা পড়ে ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬ ১৪:১৫

শেয়ার

পূবাইলে ট্রেনে কাটা পড়ে ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলে ট্রেনে কাটা পড়ে ছেলে-মেয়েসহ এক মা মারা গেছেন। সোমবার দুপুরের দিকে পূবাইল ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— হাফেজা খাতুন মালা (২৮) এবং তার ছেলে (৫) ও মেয়ে (৭)। তিনি কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক পূবাইল বাজার রেলওয়ের গেটম্যান জানান, সকালে ওই নারী তার এক ছেলে (৫) ও মেয়েকে (৭) নিয়ে এসে রেললাইনের পাশে দাঁড়িয়ে ট্রেন কখন আসবে বলে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি পূবাইল ফেরিঘাট এলাকায় এলে তিনি রেললাইনে ছেলে-মেয়েকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন। এ সময় ট্রেনের চাকায় তারা তিনজনই কাটা পড়ে নিহত হন।

এ ব্যাপারে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ট্রেনে কাটা পড়ে পূবাইলে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এটা টঙ্গী জোন নয়, নরসিংদী জোনে পড়েছে।

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close