সোমবার

২৬ জানুয়ারি, ২০২৬ ১৩ মাঘ, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি প্রার্থী হারুন পুত্রের বিরুদ্ধে হামলার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬ ০৮:৩৬

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি প্রার্থী হারুন পুত্রের বিরুদ্ধে হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশিদের পুত্র রুবাইয়াৎ ইবনে হারুন রাফি কর্তৃক বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড সভাপতি আজিজুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

রবিবার সন্ধ্যার পরে এক যৌথ বিবৃতিতে জেলা আমীর মাওলানা আবু জার গিফারী ও জেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ আবু বকর বলেন, “আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সম্পূর্ণ অন্যায়ভাবে এবং রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বিএনপি প্রার্থী হারুনুর রশিদের পুত্র রুবাইয়াৎ ইবনে হারুন রাফি ও তার সহযোগীরা আমাদের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড সভাপতি জনাব আজিজুল হক নূরের ওপর ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলা চালিয়েছে। আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “নির্বাচনী মাঠে পেশিশক্তির প্রদর্শনী এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর এ ধরনের হামলা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক দল। অতীতেও এ দল বহু জুলুম-নির্যাতনের মুখে ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে আদর্শিক সংগ্রাম চালিয়ে গেছে। পেশিশক্তি দিয়ে এই কাফেলাকে দমানো যাবে না।”

তারা বলেন, “যারা হামলা ও সন্ত্রাসের মাধ্যমে ভীতির সঞ্চার করতে চায়, তারা মূলত গণধিকৃত। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে আমাদের আদর্শিক লড়াই থেকে বিচ্যুত করা যাবে না। এটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশ বিনষ্টের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।”

বিবৃতিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অনতিবিলম্বে হামলাকারী রুবাইয়াৎ ইবনে হারুন রাফি ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় চাঁপাইনবাবগঞ্জের শান্তিকামী জনগণ এই অন্যায়ের দাঁতভাঙা জবাব দিতে বাধ্য হবে।”

একই সঙ্গে তারা প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রবিবার, ২৫ জানুয়ারি, সন্ধ্যার পর ঘটে যাওয়া এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা হোক।”



banner close
banner close