সোমবার

২৬ জানুয়ারি, ২০২৬ ১৩ মাঘ, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় ৯২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬ ০৭:০০

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ৯২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯২ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার উপজেলার কুইয়াপানিয়া এলাকা থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়। বর্তমানে জব্দকৃত মালামাল কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন,

সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে থাকবে।



banner close
banner close