বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ ।
রবিবার দিবাগত রাতে বাগেরহাট সদর থানাধীন বাগেরহাট বাসস্ট্যান্ড এলাকার ড্রিম টাওয়ারের নিচে দোলা পরিবহণ কাউন্টারের সামনে বাগেরহাট–পিরোজপুর মহাসড়কের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোড়েলগঞ্জগামী দোলা পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৭৯৩৯) তল্লাশি করা হয়। এ সময় আটক ব্যক্তির দেয়া তথ্য অনুযায়ী বাসের বক্স থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা বহরবুনিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের ছেলে মো. আনোয়ার হোসেন খোকন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।
আরও পড়ুন:








