শনিবার

১৭ জানুয়ারি, ২০২৬ ৪ মাঘ, ১৪৩২

মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা পাঁচ লাখ টাকা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬ ১৮:১২

শেয়ার

মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা পাঁচ লাখ টাকা
ছবি: বাংলা এডিশন

মেহেরপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে মোট পাঁচ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে জেলা প্রশাসন।

শনিবার গাংনী উপজেলার বামন্দী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরএফএল ব্রিকসকে ফিক্সড চিমনি ব্যবহার এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ও ১৬ ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর আনসারী ও জয়া ধর মুমুর নেতৃত্বে পৃথক অভিযানে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর এলাকার খান ব্রিকস এবং মুজিবনগর উপজেলার জবা ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, ওই দুটি ইটভাটা কোনো ধরনের লাইসেন্স বা অনুমোদন ছাড়াই ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি কেটে ব্যবহার করছিল।

এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে খান ব্রিকস ও জবা ব্রিকসকে মোট চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close