শনিবার

১৭ জানুয়ারি, ২০২৬ ৩ মাঘ, ১৪৩২

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

কুমিল্লা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৬ ১০:২১

শেয়ার

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার
ছবি: সংগৃহীত

কুমিল্লা মুরাদনগর উপজলায় অত্যাধুনিক বিদেশি হুজি রাইফেল ও জুলাই অভ্যুত্থানের সময় লুন্ঠিত হাইওয়ে পুলিশের একটি অস্ত্রসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১ সিপিসি-২ এর চৌকস দল।

শুক্রবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়া বাড়ী ব্রিজ সংলগ্ন র‍্যাব-১১ সিপিসি-২ এর চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, ২৪'এর গণঅভ্যুত্থানে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া ১টি চাইনিজ রাইফেল ও ১টি দেশীয় রাইফেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে।

এ বিষয়ে র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র লুটের সাথে সম্পৃক্ততা রয়েছে এমন অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব-১১, সিপিসি-২ এর অভিযান চলমান।

উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত বিষয়ে মুরাদনগর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা যায়।



banner close
banner close