সীমান্ত সুরক্ষায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পুর্বসারডুবী বিওপির উদ্বোধন।
সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়ন এর অধিনে পুর্ব সারডুবী নতুন বিওপি'র উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি'র আওতাধীন এই নতুন বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
এসময় উপস্থিত ছিলেন কর্নেল এস এম শফিকুর রহমান পিবিজি এম এস বিজি ও এম পিএসসি,
৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোঃ মুসাহিদ মাসুম, ও লেঃ কর্নেল সৈয়দ ফজলে মুনিম।
এসময় সীমান্ত নিয়ে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন বড়খাতা ও সিঙ্গীমারী বিওপির মধ্যেবর্তি দুরুত্ব বেশি হওয়ায় সীমান্ত সুরক্ষার জন্য এই নতুন বিওপিটি করা হয়। তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোন বিষয়ে সতর্কবস্থায় থেকে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মুল অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথির উপস্থিতিতে ৬১ বিজিবির পক্ষ থেকে গার্ডঅব অনার এর মাধ্যমে সম্মাননা জানানো হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ফলজ বৃক্ষ রোপন করেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের সব শেষে নতুন বিওপিটি পরিদর্শন করেন তিনি।
আরও পড়ুন:








