বুধবার

১৪ জানুয়ারি, ২০২৬ ১ মাঘ, ১৪৩২

হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক তিন

হবিগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬ ১৪:৩৫

শেয়ার

হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক তিন
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জে ব্যবসায়ীর কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ শাখার বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার রাতে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার মদিনা ট্রেডার্স এর স্বত্বাধিকারী জামাল মিয়ার কাছে চাঁদা দাবি করলে স্থানীয় ব্যবসায়ীরা তাদেরকে আটক করে। পরে সেনাবাহিনী ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

এনামুল হক সাকিব শহরতলীর উমেদনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে। আটক অন্য দুজন হলেন, উমেদনগর গ্রামের শাহ আলমের ছেলে মো. শিহাব আহমেদ এবং নসরতপুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে মো. মোশারফ।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ দিন আগে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকার এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে ৪৪ হাজার টাকা আদায় করেন সাকিব। এরপর আবারও তার কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন তিনি।

মঙ্গলবার রাত ১০টার দিকে সাকিবের নেতৃত্বে শিহাব ও মোশারফসহ কয়েকজন ওই ব্যবসায়ীর দোকানে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

টাকা না দিলে আওয়ামী লীগের দোসর হিসেবে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেয়া হয়।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তাদের আটক করে রাখে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন,‘ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close