ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ইউএনও ফেরদৌস আরা চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে।
বুধবার সকাল ৭টায় ঢাকা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ইউএনও ফেরদৌস আরা মাইগ্রেনজনিত তীব্র মাথাব্যথার কারণে অসুস্থ হয়ে পড়ায় ঢাকায় সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছিল। ফেরদৌস আরা'র আকস্মিক মৃত্যুতে কুমিল্লা জেলা প্রশাসনসহ ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় প্রশাসনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ইউএনওকে আজ বাদ আছর শশুরবাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ী এলাকায় দাফন করা হবে বলে নিশ্চিত করেন দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাছরিন আক্তার। ইউএনও নাছরিন আক্তার প্রতিবেদককে জানান- তার মৃত্যুতে আমরা শোকাহত। নিহতের দাফন কার্য সম্পন্ন করতে জেলা প্রশাসক কুমিল্লার পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
এদিকে জেলা প্রশাসন ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকবার্তা দিয়েছে।
নিহত ইউএনও ফেরদৌস আরা ৩৬তম বিসিএস এডমিন'র কর্মকর্তা ছিলেন।
আরও পড়ুন:








