মেহেরপুর জেলার গাংনী ও সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হয়।
গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) জনাব নাবিদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বামন্দী ব্রিকস ইটভাটায় ফিক্সড চিমনি স্থাপন এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬/১৬ ধারায় ভাটাটিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) জনাব সুমাইয়া জাহান ঝুরকার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ব্যাটালিয়ন আনসার ও পুলিশ বাহিনীর সহযোগিতায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় এইচবি ব্রিকস ইটভাটায় ফিক্সড চিমনি ব্যবহার এবং কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহারের দায়ে ভাটার প্রোপাইটর মো. ইয়াসিনকে একই আইনের ৬/১৬ ধারায় ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে জেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত।
আরও পড়ুন:








