মঙ্গলবার

১৩ জানুয়ারি, ২০২৬ ৩০ পৌষ, ১৪৩২

কুমিল্লা'য় গরু বিক্রি দ্বন্ধে ছেলের হাতে বাবা খুন

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬ ১১:৩৪

শেয়ার

কুমিল্লা'য় গরু বিক্রি দ্বন্ধে ছেলের হাতে বাবা খুন
ছবি: বাংলা এডিশন

কুমিল্লার মুরাদনগরে গরু ভাগাভাগি ও হজ্বের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে।

সোমবার বিকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ মিয়া (৬৫) মুরাদনগর উপজেলার সুবিলারচর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। অভিযুক্ত ফয়েজ মিয়া (৩২) নিহতের বড় ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুরুজ মিয়া তার তিন ছেলেকে আলাদা করে জমি বুঝিয়ে দেন। তবে শর্ত ছিল, বাবার হজ্বের জন্য নির্ধারিত টাকা পরিশোধের পর ছয়টি গরু তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

এদিন বিকালে বাবার হজের টাকা পরিশোধ না করে বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নিলে বাবা-ছেলের মধ্যে তর্কের সৃষ্টি হয়।

এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ মিয়া কাঠের টুকরো দিয়ে তার বাবা সুরুজ মিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন।

আঘাতে সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। এরপর অভিযুক্ত ছেলে ফয়েজ মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরিবারের সদস্যরা তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সুরুজ মিয়া(৬৫) মৃত্যু হয়।

খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে নিহত সুরুজ মিয়ার লাশটি উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান বলেন, গরু ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে ফয়েজ মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত।



banner close
banner close