মঙ্গলবার

১৩ জানুয়ারি, ২০২৬ ২৯ পৌষ, ১৪৩২

নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬ ২২:১৯

শেয়ার

নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক।
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল এলাকায় জিতু মেম্বার ও ফকির মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ওয়ার্ড মেম্বার জিতু গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বাংলা এডিশনকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারামারি বন্ধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।



banner close
banner close