সোমবার

১২ জানুয়ারি, ২০২৬ ২৯ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে আ.লীগ পুনর্বাসনের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬ ১৮:৫৬

আপডেট: ১২ জানুয়ারি, ২০২৬ ১৮:৫৭

শেয়ার

সিরাজগঞ্জে আ.লীগ পুনর্বাসনের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তুলে বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় উল্লাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, গত ৭ জানুয়ারি উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে আওয়ামী লীগের প্রায় ২০০ জন পদধারী নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে বিএনপিতে যোগদান করানো হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। তারা দাবি করেন, এ ঘটনা জুলাই গণআন্দোলনের চেতনার পরিপন্থী।

সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে শাপলা চত্বরসহ বিভিন্ন সময়ে সহিংসতার অভিযোগ রয়েছে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হতাহতদের বিচার এখনো সম্পন্ন হয়নি। বিচার প্রক্রিয়া শেষ না করে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের রাজনৈতিক পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা গ্রহণযোগ্য নয় বলে তারা উল্লেখ করেন।

বক্তারা জানান, জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল স্বৈরাচারের বিচার নিশ্চিত করা। এই দাবি উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগ সংশ্লিষ্টদের পুনর্বাসনের চেষ্টা করে, তবে তা প্রতিহত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মাসুম আনাম, জুলাই গণঅভ্যুত্থানে আহত নিয়ামুল বাসির নিহাল ও মহসিন রেজা (নাঈম)। এছাড়া সংগঠনটির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।



banner close
banner close