সোমবার

১২ জানুয়ারি, ২০২৬ ২৮ পৌষ, ১৪৩২

চুয়াডাঙ্গায় চটপটি বিক্রেতাকে ৬০ হাজার টাকা জরিমানা

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬ ১৭:২২

শেয়ার

চুয়াডাঙ্গায় চটপটি বিক্রেতাকে ৬০ হাজার টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গা শহরের কবরী রোড এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে অহিদুল চটপটি হাউজ ( ভাই ভাই ফুচকা হাউজ) নামের একটি চটপটি বিক্রেতাকে ৬০হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার বেলা ১১টায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

শহরের কবরী রোড এলাকায় তদারকি করার সময় মেসার্স অহিদুল চটপটি হাউজ (ভাই ভাই ফুচকা হাউজ) নামক প্রতিষ্ঠানে বেশ কিছু গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে ট্রেড লাইসেন্স ও স্বাস্থ্য সনদ নবায়ন না থাকা,অস্বাস্থ্যকর পরিবেশে বাসি চিকেন ফ্রাই সংরক্ষণ,মেয়াদ উত্তীর্ণ দই বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অহিদুল ইসলামকে ৬০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান,ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং

চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা।



banner close
banner close