সোমবার

১২ জানুয়ারি, ২০২৬ ২৮ পৌষ, ১৪৩২

জয়পুরহাটে পুকুরের ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মোঃ আব্দুল হাই, জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬ ১৭:০৯

শেয়ার

জয়পুরহাটে পুকুরের ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
ছবি: বাংলা এডিশন

জয়পুরহাটের আক্কেলপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল আনুমানিক ১১ টার দিকে উপজেলার বিহারপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা। নিহত শিশু ওই গ্রামের রাকিবুল ইসলাম রাজের একমাত্র মেয়ে।

জানা গেছে, রবিবার বেলা ১১‌ টার দিকে রুহিসহ কয়েকজন শিশু মিলে একসাথে বাড়ির পাশে খেলা করছিল।

খেলাধুলা করতে করতে সবার অগোচরে সে পাশে একটা পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে অনেক্ষণ না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ওই পুকুরে ভাসতে থাকা অবস্থায় রুহিকে দেখতে পান তাঁরা। পরে শিশুটিকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রুহির পরিবারের লোকজন জানান, বাড়ির সামনে রুহির মা কাজ করছিল। রুহি খেলছিল। খেলতে খেলতে সকলের অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। রুহির দাদু বাড়িতে এসে দেখেন, রুহি নেই। পরে পুকুরে গিয়ে দেখেন রুহি পনিতে ভেসে আছে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রায়হানুল ইসলাম জানান, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শিশুটির হাত-পা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

এবিষয়ে আক্কেলপুর থানার ওসি শাহিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মৃত শিশুকে পরিবারের কাছে হস্তানতর করা হয়েছে।



banner close
banner close