রবিবার

১১ জানুয়ারি, ২০২৬ ২৮ পৌষ, ১৪৩২

জয়পুরহাটে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ আব্দুল হাই জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬ ১৬:৪১

শেয়ার

জয়পুরহাটে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ছবি: বাংলা এডিশন

জয়পুরহাটে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (২০ বিজিবি ) এর উদ্যোগে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।একইসঙ্গে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করা হয়।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদ হোসেনসহ একদল চিকিৎসক শীতার্ত মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন।

শনিবার(১০ জানুয়ারি) দুপুর ১২টায় জয়পুরহাটের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান।

অনুষ্ঠানে সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান বলেন, সীমান্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিজিবির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এসব মানবিক কার্যক্রম মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে এবং সীমান্তবাসীর সঙ্গে বিজিবির সম্পর্ক আরও ভালো হবে ।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোহাম্মদ লতিফুল বারী, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাহদীসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।



banner close
banner close