রবিবার

১১ জানুয়ারি, ২০২৬ ২৮ পৌষ, ১৪৩২

কনকনে শীতে স্বস্তি পেল সীমান্তবাসী, বিজিবির ৩০০ শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬ ১৬:৩৪

আপডেট: ১০ জানুয়ারি, ২০২৬ ১৬:৩৪

শেয়ার

কনকনে শীতে স্বস্তি পেল সীমান্তবাসী, বিজিবির ৩০০ শীতবস্ত্র বিতরণ
ছবি: বাংলা এডিশন

কনকনে শীতে শিবগঞ্জ সীমান্ত এলাকার শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯ বিজিবি)। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ ঈদগাহ মাঠ এলাকায় প্রায় ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত দরিদ্র ও নিম্নআয়ের মানুষের শীতজনিত দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নয়, সীমান্তবর্তী জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। এক বৃদ্ধা আবেগভরে বলেন, “কম্বল পেয়ে খুব ভালো লাগছে।” আরেক বৃদ্ধ জানান, “কনকনে ঠান্ডায় খুব কষ্টে ছিলাম, এখন একটু আরামে রাত কাটাতে পারবো।”

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গত বছর বিএসএফের একটি ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলেও বিজিবির তৎপরতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকায় বিএসএফের তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফ, সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামসহ মহানন্দা ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। বিজিবির মানবিক এই উদ্যোগে স্থানীয় জনসাধারণ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সাধুবাদ জানান।



banner close
banner close