চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গত তিন বছরে ৩৩টি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্তে অব্যাহত অভিযান ও বিশেষ টহলের অংশ হিসেবে সর্বশেষ আজমতপুর বিওপি এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বৃহষ্পতিবার দিবাগত রাতে আজমতপুর বিওপি’র একটি টহল দল ১৮২/৩ নং সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার থেকে প্রায় ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বিজিবির হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম, বিজিওএম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের চেষ্টা করতে পারে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, মহাপরিচালকের নির্দেশনার ধারাবাহিকতায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত তিন বছরে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন আসামিসহ ৩৩টি বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন উদ্ধার করেছে।
আরও পড়ুন:








