শনিবার

১০ জানুয়ারি, ২০২৬ ২৭ পৌষ, ১৪৩২

কুমিল্লা'য় তিন যানবাহনের সংঘর্ষে বাসযাত্রীসহ নিহত-৪

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৬ ১৫:২২

শেয়ার

কুমিল্লা'য় তিন যানবাহনের সংঘর্ষে বাসযাত্রীসহ নিহত-৪
সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বানিয়াপাড়া এলাকায় বাস-অটোরিক্সা- মোটারসাইকেল ত্রিমুখী সংঘর্ষে

ঘটনাস্থলে চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

শুক্রবার(৯ জানুয়ারী) দুপুর ১টায় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

দাউদকান্দি হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সিডিএম বাসটি ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি থানার বানিয়াপাড়া হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কে মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হওয়ার সময় সিডিএম বাসটি নিয়ন্ত্রণ না রাখতে পেরে মোটরসাইকেলের ওপর তুলে দেয়। এতে সিডিএম বাস অটোরিকশাতে আগুন লেগে চারজন ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

এদিকে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল বাহার মজুমদার প্রতিবেদককে জানান, ত্রিমুখী যানবাহননের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে চারজন মারা যায়। পুরো বাসটি নিমেষেই যেন পুরে ছাই হয়ে যায়। নিহতদের পুরো শরীরে অগ্নিদগ্ধ হওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণ করে যানচলাচল স্বাভাবিক রেখেছে হাইওয়ে থানা পুলিশ।



banner close
banner close