শুক্রবার

৯ জানুয়ারি, ২০২৬ ২৬ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ, প্রতিনিধি

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬ ১২:১০

শেয়ার

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

র‌্যাব জানায়, গত ২৮ ডিসেম্বর ২০২৫ বিকেলে সিরাজগঞ্জ সদর থানাধীন এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে আব্দুর রহমান রিয়াদ কে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একই দিন রাত ৭টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা মো. রেজাউল করিম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে মামলা নম্বর ৪০ হিসেবে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ও ৩৪ ধারায় রুজু হয়।

মামলা দায়েরের পর র‌্যাব-১২ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় ৭ জানুয়ারি ২০২৬ দুপুর ১২টা ৪০ মিনিটে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি দল ঢাকা জেলার সাভার থানাধীন বিরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার প্রধান পলাতক আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সাকিনের বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর থানার ধানবান্ধি এলাকায় বলে জানিয়েছে র‌্যাব। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close