০৬ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোটা সংক্রান্ত একটি রিট পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীনস্থ সকল নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং ১০০৩৯/২০২৫–এর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিট পিটিশন সংক্রান্ত প্রাপ্ত আবেদনপত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত হয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এই নির্দেশনার ফলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আওতাধীন চলমান ও প্রক্রিয়াধীন সকল নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
আরও পড়ুন:








