জামালপুরে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া লিটনুজ্জামান পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ইউনিটের সভাপতি।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের টেনিস ক্লাব মোড় এলাকায় তাকে আটক করা হয়। জামালপুর সদর থানার উপপরিদর্শক খাইরুজ্জামান ফাহিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন লিটনুজ্জামান। অফিসের কাজ শেষ করে বের হওয়ার সময়ই তাকে আটক করা হয়।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জুলাই-আগস্টের ঘটনাবলিতে সম্পৃক্ত থাকার অভিযোগে লিটনুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:








