বিগত নির্বাচনগুলোতে ছিল অনিয়ম ও কারচুপি। এ কারণে বিগত নির্বাচন গুলো গ্রহনযোগ নয় বলে মন্তব্য করেছেন
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ।
সোমবার (৫জানুয়ারী) সকালে বান্দরবান পুলিশ লাইনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি পুলিশকে লক্ষ্য করে বলেন, এবারের নির্বাচনে পুলিশ প্রশাসনকে বিশেষ ভূমিকা রাখতে হবে, যেন কেউ কোন রকম ভোট কারচুপি করতে না পারে। তিনি আরো বলেন, এবার আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীকে একটি সুন্দর নির্বাচন উপহার দিব।
এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমান প্রমুখ।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:








