ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম অস্থায়ী হলের নামকরণ করা হয়েছে ‘শহীদ ওসমান হাদী হল’। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ নামকরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে অস্থায়ী হলটির নাম তাঁর নামে নির্ধারণ করা হয়েছে।
একই কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নির্মিত প্রথম স্থায়ী হলের নামও ‘শহীদ ওসমান হাদী হল’ রাখার দাবি উত্থাপন করা হয়েছে।
নামকরণ কার্যক্রমে রায়হান উদ্দিন, মুইজ, জাকারিয়া জিহাদসহ বিভিন্ন ছাত্রনেতা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








