শুক্রবার

২ জানুয়ারি, ২০২৬ ১৯ পৌষ, ১৪৩২

হাদি হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

আশরাফুল রনি, খাগড়াছড়ি

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ২০:২০

শেয়ার

হাদি হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ
ছবি: বাংলা এডিশন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার ঘটনার বিশ দিন গড়ালো, এখনো ধরাছোঁয়ার বাইরে মূল হত্যাকারীরা। গত মাসে প্রকাশ্য দিবালোকে হাদির ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাদির মৃত্যু ঘিরে দেশজুড়ে তৈরি হয় তীব্র উত্তেজনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ক্ষোভ আর প্রতিবাদের ঝড়। রাজধানীসহ বিভিন্ন জেলা–উপজেলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশে অংশ নেয় ছাত্র–জনতা। অনেক স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

এরই ধারাবাহিকতায় আজ জুমার নামাজের পর শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে সর্বস্তরের সাধারণ ছাত্র–জনতা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে করে । সমাবেশ থেকে অবিলম্বে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এই কর্মসূচিতে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয়, যা প্রমাণ করে—হাদি হত্যার বিচার এখন আর কোনো একক গোষ্ঠীর দাবি নয়, এটি পরিণত হয়েছে সার্বজনিক ন্যায়বিচারের আন্দোলনের।



banner close
banner close