শুক্রবার

২ জানুয়ারি, ২০২৬ ১৯ পৌষ, ১৪৩২

শহীদের নামে লঞ্চঘাট: নলছিটিতে স্থায়ী স্মৃতির ঠিকানা পেলেন শরিফ ওসমান হাদি

হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধ

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১৮:০৯

শেয়ার

শহীদের নামে লঞ্চঘাট: নলছিটিতে স্থায়ী স্মৃতির ঠিকানা পেলেন শরিফ ওসমান হাদি
ছবি: বাংলা এডিশন

নলছিটির নদীপাড়ে এখন শুধু লঞ্চ আসে না, আসে স্মৃতি আর প্রতিজ্ঞা। শহীদ শরিফ ওসমান হাদির নামে লঞ্চঘাট উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় মানুষের আবেগ আর ইতিহাস এক সুতোয় গাঁথা হলো।

শুক্রবার বিকেলে নলছিটি শহরের লঞ্চঘাট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন না হলে জাতি হিসেবে আমরা দায় এড়াতে পারি না। শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন এমন একজন মানুষ, যাঁর চিন্তা ও সংগ্রাম দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। তাঁর চাওয়া ছিল একটি পরিচ্ছন্ন ও ন্যায়ভিত্তিক রাজনীতি।

অনুষ্ঠানে উপদেষ্টা শহীদ হাদির ছোট বোন মাসুমা হাদি ও তাঁর স্বামী আমির হোসেনের সঙ্গে কথা বলেন এবং পরিবারটির প্রতি সমবেদনা জানান। এ সময় পরিবেশ হয়ে ওঠে আবেগঘন।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুল করিম, ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বরিশাল বিআইডব্লিউটিএ-এর পরিচালক মো. আমজাদ হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ শরিফ ওসমান হাদি লঞ্চঘাট’। স্থানীয়দের ভাষ্য, এই নামকরণ শুধু একটি স্থাপনার পরিচয় নয়, এটি নলছিটির ইতিহাসে যুক্ত হওয়া এক গর্বের অধ্যায়।



banner close
banner close