শুক্রবার

২ জানুয়ারি, ২০২৬ ১৯ পৌষ, ১৪৩২

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ; আহত ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১২:৪৩

শেয়ার

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ; আহত ১০
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস, পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ তিনটি গাড়ি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে খুলনা থেকে ঢাকা যাচ্ছিল টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস। পথে মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের সাথে সজোরে ধাক্কা লাগে। একই সময়ে পেছন থেকে আসা আরেকটি পিকআপের সঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির সংঘর্ষ হয়। এতে বাসযাত্রীসহ অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ‘ঘন কুয়াশার কারণে একটি বাস, একটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।’



banner close
banner close