শুক্রবার

২ জানুয়ারি, ২০২৬ ১৯ পৌষ, ১৪৩২

১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১১:২৯

শেয়ার

১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক ঘোষণা করে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পর থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশার সৃষ্টি হয়। কুয়াশার কারণে নৌদুর্ঘটনার আশঙ্কা থাকায় রাত সাড়ে ১২টার পর থেকে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর ফলে শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটের উভয় পাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে যাত্রী ও চালকদের ভোগান্তি এড়াতে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে গেলে শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে চারটি ফেরি চলাচল করছে।



banner close
banner close