শুক্রবার

২ জানুয়ারি, ২০২৬ ১৯ পৌষ, ১৪৩২

বগুড়ায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ০৯:৫৩

শেয়ার

বগুড়ায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ সদস্য আহত
ছবি: সংগৃহীত

বগুড়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। বৃহস্পতিবার রাত আতটার দিকে শহরের দত্তবাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত পুলিশ সদস্যের নাম শামিম আহমেদ। তিনি বগুড়া সদর থানার পুলিশ ফাঁড়িতে কর্মরত। ঘটনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মনিরুল ইসলাম।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বগুড়া সদর থানার একটি পুলিশ টিম নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রতনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে দত্তবাড়ি ব্রিজ এলাকায় অভিযান চালায়। অভিযানে পুলিশ সদস্য শামিম আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি রতন স্থানীয় কয়েকজনের সহযোগিতায় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্য শামিম আহমেদ আহত হন। অভিযুক্ত রতন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অভিযানের সময় রতনের বাড়ি থেকে একটি চাইনিজ কুড়ালসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close