বৃহস্পতিবার

১ জানুয়ারি, ২০২৬ ১৮ পৌষ, ১৪৩২

চুয়াডাঙ্গায় শীর্তাত মানুষের পাশে দাঁড়ালো বেসরকারি সাহায্য সংস্থা বিজ

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬ ২০:৫৬

আপডেট: ১ জানুয়ারি, ২০২৬ ২০:৫৭

শেয়ার

চুয়াডাঙ্গায় শীর্তাত মানুষের পাশে দাঁড়ালো বেসরকারি সাহায্য সংস্থা বিজ
ছবি: সংগৃহীত

টানা শৈত প্রবাহে কনকনে ঠান্ডায় যখন ঘর থেকে মানুষ বের হতে পারছে না, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরো বেশি। বেশি দূর্ভোগে পড়েছে চুয়াডাঙ্গার খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। এসব শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করল বেসরকারি সাহায্য সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)।

বিজ দর্শনা শাখার উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে ২০০টি কম্বল বিতরণ করে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের নির্দেশনায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২ টায় প্রতিষ্ঠানটির চুয়াডাঙ্গা জেলার দর্শনা শাখা কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন বিজ প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মঈদ।

শীতবস্ত্র হাতে পেয়ে অসহায় মানুষের চোখে-মুখে ফুটে ওঠে আনন্দের ছাপ। তারা বিজ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিজ'র উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করেন।

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) চুয়াডাঙ্গা শাখা জোনের জোনাল ম্যানেজার হাফিজুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার এসআই মতিয়ার রহমান, বিজ'র সিনিয়র কমপ্লেনস অফিসার চুয়াডাঙ্গা জোন মো: আর জাহিদ,শিক্ষা সুপারভাইজার মোঃ আঃ হান্নান, সাব জোনাল ম্যানেজার চুয়াডাঙ্গা সাব-জোন মোঃ শামীম আজাদ, দর্শনা শাখা ব্যবস্থাপক মোঃ আলিনুর ইসলাম সহ- কর্মচারী কর্মকর্তা বৃন্দ।

শীতবস্ত্র বিতরণকালে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মঈদ সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সাল থেকে বিজ'র কার্যক্রম শুরু হয় বগুড়া থেকে। বিজ ৫০ বছরে পর্দাপন করেছে। বিজের রয়েছে শিক্ষা স্বাস্থ্য কৃষি মাইক্রোফিন্যান্স কর্মসূচি। বিজের সামাজিক সুরক্ষা কর্মসুচির আওতায় এবার শীর্তাত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজ। ভবিষ্যতেও বিজ অসহায় মানুষের পাশে থাকবে।



banner close
banner close