বৃহস্পতিবার

১ জানুয়ারি, ২০২৬ ১৭ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে ১০ দলীয় জোটের মতবিনিময় সভা, ঐক্যবদ্ধভাবে নির্বাচনে ভূমিকার আহ্বান: রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫ ২২:৪৪

শেয়ার

সিরাজগঞ্জে ১০ দলীয় জোটের মতবিনিময় সভা, ঐক্যবদ্ধভাবে নির্বাচনে ভূমিকার আহ্বান: রফিকুল ইসলাম খান
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ গঠনের লক্ষ্যে আসন্ন নির্বাচনে সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জানান, আগামী নির্বাচনকে জাতি গঠনের নির্বাচন হিসেবে সামনে রেখে ১০ দলীয় জোট পরস্পরের পরিপূরক শক্তি হিসেবে মাঠে থাকবে।

বুধবার ৩১ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে ১০ দলীয় নির্বাচনী জোটের উল্লাপাড়া উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় তিনি বলেন, ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের রাজনৈতিক লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশ্বাসী সব শক্তির ঐক্যকে তিনি সময়ের প্রয়োজন বলে উল্লেখ করেন।

মতবিনিময় সভায় আরও আলোচনা করা হয় আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, সমন্বয় জোরদার এবং মাঠপর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে। বক্তারা বিভাজন পরিহার করে ঐক্যের মাধ্যমে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোশারফ আদনান, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন লিয়ন, উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি হেদায়াতুল্লাহ, যুব মজলিসের সভাপতি রাশেদুল হাসান মামুন, এনসিপির জেলা মুখ্য সংগঠক যুব মেহেদী হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ড. নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উল্লাপাড়া উপজেলার সিনিয়র মুখ্য সংগঠক মাসুম আনাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, দপ্তর সম্পাদক আ. বারী, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মোস্তফা সাদসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



banner close
banner close