বুধবার

৩১ ডিসেম্বর, ২০২৫ ১৬ পৌষ, ১৪৩২

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫ ১৫:০০

শেয়ার

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় বুধবার দুপুর পর্যন্ত এই যানজট অব্যাহত থাকে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, মহাসড়কের মেঘনা ঘাট থেকে কাঁচপুর (চিটাগাং রোড) পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। কোথাও কোথাও যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

দীর্ঘ যানজটে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে অসুস্থ রোগী, নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে পড়েন।

চাঁদপুরগামী যাত্রী শামসুল আলম বলেন, সকাল সাড়ে ১০টায় রওনা দিয়েছি। এখনো মদনপুর পার হতে পারিনি। দুই ঘণ্টার পথ পাঁচ ঘণ্টায়ও শেষ হবে কিনা সন্দেহ।

কুমিল্লাগামী যাত্রী আব্দুর রহমান বলেন, বাসে ছোট বাচ্চা নিয়ে আটকে আছি। দীর্ঘ সময় ধরে গাড়ি না চলায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। পানি ও খাবারেরও সংকট দেখা দিয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী বলেন, মঙ্গলবার রাতে মদনপুর এলাকায় একটি বড় মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। ট্রাকটি সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে।



banner close
banner close